কক্সবাজারে ৪৪ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী জিয়া গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা :

কক্সবাজারের চৌফলদণ্ডী ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী জিয়াবুল হক জিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

বুধবার (৬ নভেম্বর) রাতে রামু থানার পূর্ব রাজারকুল এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জিয়াবুল হক চৌফলদণ্ডী ইউনিয়নের পশ্চিম মাঝেরহাট পাড়ার বাসিন্দা এবং ভূমি দখল, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রসহ ৪৪টিরও বেশি মামলার পলাতক আসামি।

র‌্যাব সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে জিয়া বারবার নিজের অবস্থান পাল্টে আত্মগোপন করে চলছিল। সর্বশেষ তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব জানতে পারে, জিয়া রাজারকুল এলাকার এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রয়েছে। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘ ১৫ বছর ধরে চৌফলদণ্ডী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল জিয়া। তার নেতৃত্বে বিভিন্ন চিংড়ি প্রজেক্ট ও জমি দখলের জন্য নিরীহ মানুষদের ওপর নানাভাবে নির্যাতন চালানো হতো। তিনি তার সহযোগীদের নিয়ে চিংড়ি ঘের মালিকদের জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে জমি দখল করতেন। সম্প্রতি র‌্যাবের এক অভিযানে জিয়ার আস্তানা থেকে ৩০০টির বেশি স্বাক্ষরিত ফাঁকা দলিল ও অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে আরও জানা যায়, জিয়ার অপরাধচক্রের মধ্যে অবৈধ অস্ত্র সংগ্রহ ও তা দিয়ে দখল বাণিজ্য চালানো অন্যতম প্রধান কার্যক্রম ছিল। তিনি চিংড়ি ও লবণ প্রজেক্ট দখল, মাদক ব্যবসা, অপহরণ ও মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ইতিপূর্বে জমি ফেরত চাওয়ার জন্য এলাকাবাসী তাকে চাপ দিলে তাদের ওপর গুলি চালালে দুইজন গুলিবিদ্ধ হন।

র‌্যাব কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, জিয়াবুল হকের বিরুদ্ধে হত্যাচেষ্টা, অস্ত্র, মাদক, অপহরণ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধে মোট ৪৪টির বেশি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

র‌্যাবের এই অভিযানে চৌফলদণ্ডী এলাকার মানুষের মনে স্বস্তি ফিরেছে। র‌্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও তারা সন্ত্রাস ও অপরাধ নির্মূলে তাদের অভিযান অব্যাহত রাখবে।