ওয়্যারড্রোপের ভিতর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার 

কাপ্তাই সংবাদদাতা :

রাঙামাটির কাপ্তাই উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দীন সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে কাপ্তাই থানা পুলিশ সুমনকে তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে। নুর উদ্দীন সুমন কাপ্তাই নতুন বাজার এলাকার মো. আবুল কাশেমের ছেলে।

সুমনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ওপর হামলা, নাশকতা ও ভাঙচুরসহ অরাজকতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমাসুদ (ওসি) জানান, সুমন কাপ্তাই পিডিবি ফুলবাগান এলাকার একটি বাসাতে লুকিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসার একটি ওয়্যারড্রোপের ভিতরে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর মারধর করার মামলা রয়েছে আমাদের হাতে।

বুধবার (৬নভেম্বর) তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে বিকাল ৪টায় রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান মো মাসুদ।

আরও খবর