মহেশখালীতে আরও এক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার!

মহেশখালী প্রতিনিধি :

কক্সবাজারের মহেশখালীতে নাজমুল হাসাম প্রকাশ রায়হান (৩৫) নামের এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার এসআই মহসীন চৌধুরী পিপিএম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রায়হান উপজেলার গোরকঘাটা এলাকার মৃত সিরাজউদ্দৌলা সওদাগরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রায়হানের বিরুদ্ধে জিআর-৯৯/১৯ মামলায় এক বছরের সাজা প্রদান করেন বিজ্ঞ আদালতের বিচারক। সেই থেকে তিনি পলাতক ছিলেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রায়হানকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও খবর