রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :

বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিমো লাহদেভিয়ের্তাসহ ৪ সদস্যের একটি প্রতিনিধি দল কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন।

৫ নভেম্বর (মঙ্গলবার) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিনিধি দলটি বালুখালী ৯ নম্বর ক্যাম্পের ইউনিসেফ পরিচালিত লার্নিং সেন্টার, ডাটা রেজিষ্ট্রেশন সেন্টার, ডব্লিউএফপি পরিচালিত ই-ভাউচার আউটলেট, আইওএম উদ্ভাবন উপত্যকা, নবনির্মিত রোহিঙ্গা শেল্টার পরিদর্শন করেন। পরে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইউএনএইচসিআর ও এনজিও ফোরামের পাট উৎপাদন কেন্দ্র এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি সাইট পরিদর্শন করেন।

এসময় তিনি রোহিঙ্গাদের জীবনযাত্রা, শিক্ষামূলক কার্যক্রম, স্বাস্থ্যসেবা, ও সাংস্কৃতিক কার্যক্রমের বিষয়ে অবগত হন। পরে দলটি রোহিঙ্গাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং সেবা কার্যক্রম নিয়ে বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং রোহিঙ্গা মাঝি, মৌলভী ও রোহিঙ্গা নারী, এনজিও কর্মীদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান শেষে বিকেল ৪টার দিকে ক্যাম্প ত্যাগ করেন।

ফিনল্যান্ডের এই প্রতিনিধি দলে রাষ্ট্রদূত কিমো লাহদেভিয়ের্তা ছাড়াও উপস্থিত ছিলেন, রাষ্ট্রদূতের সহধর্মিণী পিয়া কাইকোনেন, ভারত ফিনল্যান্ডের দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি লিরিস মাটা এবং অনারারি কনস্যুলেট ইন ঢাকা অফিসের সিনিয়র জেনারেল ম্যানেজার জাওয়াদ উল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।