আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত বেশকিছু পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অবৈধ পলিথিন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার কুতুপালং বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদের নেতৃত্বে চালানো অভিযানে দু’টি দোকানের মালিককে অবৈধ পলিথিন রাখার দায়ে ১০ হাজার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে আল মদিনা হোটেল এন্ড বিরানী হাউস’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ জানান, জেলা প্রশাসনের নির্দেশনামতে এ অভিযান চালানো হয়েছে। নিষিদ্ধ পলিথিন ব্যাগের উৎপাদন, মজুদ ও ব্যবহার রোধে আগামীতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১ নভেম্বর থেকে দেশের কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। এর আগে গত ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ নিষিদ্ধ করা হয়।
গত ২৭ অক্টোবর সচিবালয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের একটি বিশেষ সভা হয়। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছিলেন, ১ নভেম্বর থেকে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর মনিটরিং চালু করা হবে। পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-