বিশেষ প্রতিবেদক :
কক্সবাজার শহরের আলোচিত ভূমিদস্যু ওবায়েদ হোসেনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
আজ সদর মডেল থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন মামলায় আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর না করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
ওবায়েদ মহেশখালী মাতারবাড়ী তিতা মাঝির পাড়া এলাকার মৃত ইউসুফ আলীর পুত্র। বর্তমানে শহরের পেশকার পাড়ায় বসবাস করেন।
ওবায়েদ হোসেন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার বিরুদ্ধে নিরীহ ছাত্রদের উপর গুলি করার অভিযোগ রয়েছে। এছাড়া শহরের দাগী অপরাধীদের নিয়ে শক্তিশালী সিন্ডিকেট গঠন করে ওবায়েদ দীর্ঘদিন ধরে শহর ও শহরতলীতে বিরোধীয় জমি দখল কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে। জাল দলিল সৃজনে তার জুড়ি নেই। তার দখলে থাকা বেশিরভাগ জায়গায় জমিনের কাগজপত্র ভূয়া বলে একাধিক ভুক্তভোগী জানিয়েছেন।
কিন্তু ধুরন্ধর ওবায়েদ শহরের একশ্রেণির নেতা, সন্ত্রাসী, সাংবাদিক, পুলিশ সবাইকে হাতে রেখে যাকে যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করতেন বলে কেউ তার কাছে পাত্তা পেতেন না। তার নেতৃত্বে গড়ে উঠা আলোচিত সিন্ডিকেটে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা থেকে শুরু করে সাংবাদিক, পুলিশ সদস্যরাও রয়েছে বলে জানা গেছে।
বিশেষ করে জমিদখল কাজে এবং ভুক্তভোগীদের সায়েস্তা করতে সে শহরের শীর্ষ সন্ত্রাসী সাবেক ছাত্রলীগ নেতা, মোনাফ সিকদারকে ব্যবহার করতেন। এদিকে ওবায়েদকে মুক্ত করতে আজ সারাদিন সাংবাদিকদের একটি গ্রুপ আদালত চত্বরে ভীড় জমিয়েছিল।
কিন্তু শেষরক্ষা হয়নি ভূমিদস্যু ওবায়েদের।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-