মরিচ্যা চেকপোস্টে ইয়াবা ও আইসসহ দুই মাদক কারবারি আটক!

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :

কক্সবাজারের রামুর মরিচ্যা চেকপোস্টে পৃথক অভিযানে ৩ হাজার ৭৫০ পিস ইয়াবা ও ১ কেজি ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)সহ দুই মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩০ বিজিবি)।

শনিবার (২ নভেম্বর) বিকেলে উখিয়া থেকে কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা ও একটি ইজিবাইক থেকে আইস উদ্ধার করা হয়।

এসময় ইয়াবাসহ আসামি বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুর শুক্কুরের পুত্র ইমান হোসেনকে (৫৫) এবং ক্রিস্টাল মেথ আইসসহ রামুর ধোয়াপালং গ্রামের সিরাজুল হকের পুত্র সাইফুল ইসলাম (২০) কে আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ নভেম্বর) বিকেলে বিজিবির টহলদল চেকপোস্টে একটি সন্দেহভাজন বাস থামায়। এইসময় বাসের একজন যাত্রী ইমান হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে অবৈধ কোনো মালামাল থাকার বিষয়টি অস্বীকার করলেও পরে তল্লাশি করে ৩ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে উখিয়া থেকে কক্সবাজারগামী একটি সন্দেহজনক ইজিবাইক থামায়। এই সময় সন্দেহভাজন হিসেবে যাত্রী সাইফুল ইসলামকে সনাক্ত করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো ১ কেজি ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে রামু থানায় হস্তান্তর করা হচ্ছে।

আরও খবর