মহেশখালীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ৫ বছর পর গ্রেফতার

কক্সবাজার জার্নাল ডটকম :

কক্সবাজারের মহেশখালীতে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আরো এক আসামিকে ৫ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।

থানা পুলিশ জানায়, ২ নভেম্বর (শনিবার) বিকেলে উপজেলার বড় ডেইল এলাকায় এসআই মহসীন চৌধুরী-পিপিএম, এএসআই রাসেল, এএসআই লিংকন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-২৫০/১৯ (মাদক) মামলার আসামি আবদুল জাব্বারের ছেলে আনোয়ার পাশা প্রকাশ মদ (৪৫) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ জানান, আমাদের থানা পুলিশের অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন : কক্সবাজার জেলার শ্রেষ্ঠ এসআই মহসিন চৌধুরী-পিপিএম

প্রসঙ্গত, শুক্রবার (১ নভেম্বর) গভীর রাতে আরেক অভিযানে এসআই মহসীন চৌধুরী পিপিএম, এসআই ফরাজুল ইসলাম, এসআই মহিউদ্দিন, এএসআই রাসেল সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২ বছরের সাজাপ্রাপ্তসহ ৪ আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর