বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে উখিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :


“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”- এ প্রতিপাদ্যে উখিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সলিম উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ। তিনি বলেন,”দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় সমিতির ভূমিকা অপরিসীম। যারা সমিতির বাইরে আছে সেসব মানুষদের সমিতির সাথে অন্তর্ভুক্ত করে নিজেদের উন্নয়নে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সমবায় সমিতির মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। মহিলারা যেভাবে আত্মনির্ভরশীল হওয়ার গল্প শুনাচ্ছে সেটির ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে সেটি সমিতির সদস্যদের কাছ থেকে প্রত্যাশা করছি।”

শাপলা মহিলা সমবায় সমিতির সভাপতি আমিনা ইসলাম মিনা বলেন,”আমরা মহিলারা নিজেদের এলাকায় একত্রিত হয়ে সমিতি গঠন করেছি। পরে সমবায় অফিসের মাধ্যমে পরামর্শ নিয়ে নিবন্ধন নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের সমিতির কোনো সদস্য আর্থিক বা সামাজিকভাবে যেকোনো সমস্যায় পড়লে সকলের সাথে পরামর্শ করে সেটি সমাধান করি।”

রংধনু মহিলা সমবায় সমিতির সভাপতি ফরিদা খাতুন বলেন,”আমার সমিতি’র সদস্যদের থেকে সঞ্চয় নিয়ে ঋণ প্রদান করে সমিতির সদস্যদের উন্নয়নে কাজ করে যাচ্ছি। যেকোনো সমস্যায় সকলে মিলেমিশে সিদ্ধান্ত নিয়ে সমাধান করি।”

৫৩ তম জাতীয় সমবায় দিবসের র‍্যালি

বক্তব্যে উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার ঝিমিয়ে পড়া ও কার্যক্রম নেই এমন সমিতিগুলোর বিষয়ে তৎপর হতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সলিম উল্লাহ বলেন,”দারিদ্র্য বিমোচনে সমবায় সমিতি কাজ করছে। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে উখিয়া উপজেলা সমবায় কার্যালয় মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। নিবন্ধিত ২শ ৭টি সমবায় সমিতি রয়েছে। যেসব সমিতি নামে আছে কার্যক্রমে নেই সেগুলোর তালিকা করে নিবন্ধন বাতিলের জন্য জেলা বরাবর পাঠানো হয়েছে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উখিয়া থানা বহুমুখী শীল কল্যাণ সমিতির সম্পাদক স্বপন শর্মা,কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সভাপতি খোরশেদ আলম সহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও এনজিও প্রতিনিধিগণ।

আরও খবর