মহেশখালীতে দুই বছরের সাজাপ্রাপ্তসহ ৪ আসামি গ্রেপ্তার

মহেশখালী প্রতিনিধি :

কক্সবাজারের মহেশখালীতে ২ বছরের সাজাপ্রাপ্তসহ ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) গভীর রাতে এসআই মহসীন চৌধুরী পিপিএম, এসআই ফরাজুল ইসলাম, এসআই মহিউদ্দিন, এএসআই রাসেল সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃত আসামীদের মধ্যে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হলেন, মহেশখালীর ঘটিভাঙ্গা এলাকার আবু তালেবের ছেলে সোনা মিয়া (৩৫) ও অন্যান্য আসামিরা হলেন, আবদুল মালেক, রোকন, সোহেল প্রকাশ (মনিয়া)।

থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন স্থানে পালিয়ে ছিল।

মহেশখালী থানা অফিসার ইনচার্জ কায়সার হামিদ বলেন, সাজা ওয়ারেন্টমূলে পালিয়ে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে এসব আসামীদেরকে গ্রেপ্তার এবং বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

আরও পড়ুন : কক্সবাজার জেলার শ্রেষ্ঠ এসআই মহসিন চৌধুরী-পিপিএম

প্রসঙ্গত, এসআই মহসীন চৌধুরী পিপিএম মহেশখালী থানায় যোগদানের পর থেকে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ১৮ জন আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন।

আরও খবর