নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির পৃথক দুইটি অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, ১৬০ লিটার সয়াবিন তেল, ৯ হাজার প্যাকেট মিরাজ বিড়িসহ দুইটি সিএনজি উদ্ধার করা হয়েছে। অভিযানে উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য কয়েক লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, শুক্রবার বালুখালী বিওপির নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২১ থেকে এক কিলোমিটার ভেতরে কুতুপালংয়ের লম্বাশিয়া এলাকায় অভিযান চালায়। পরিত্যক্ত অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা গুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন ভোররাতে বিজিবির ঘুমধুম বিওপি চৌকস টহল দল পশ্চিম কুল এলাকায় অভিযান চালিয়ে দুইটি সিএনজি, ১৬০ লিটার সয়াবিন তেল এবং ৯ হাজার প্যাকেট মিরাজ বিড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালও সীমান্তে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাকারবারিদের সনাক্তে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে।
৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানান, “মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণের সহায়তায় আমরা সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বদ্ধপরিকর।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-