মহেশখালীতে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

কক্সবাজার জার্নাল প্রতিবেদক :

কক্সবাজারের মহেশখালীতে মাদক মামলায় মো. এমরান (২৮) নামে ৩ বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে (১ নভেম্বর) শুক্রবার বিকেলে এসআই মহসীন চৌধুরী-পিপিএম সঙ্গীয় একটি দল উপজেলার নতুন বাজার (বড় মহেশখালী) এলাকায় অভিযান চালিয়ে ওই আসামীকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত মো. এমরান ছোট কুলাল পাড়া এলাকার আবদুল মাজেদের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার কুলাল পাড়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি এমরান দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসায় জড়িত। তার বিরুদ্ধে মহেশখালী থানায় মাদকের একটি মামলা রয়েছে। যার মামলা নং: জিআর-৩০১/২১ (মাদক)।

ওই মামলায় কক্সবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড দেন। রায়ের পর থেকে এমরান দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামি একজন চিহ্নিত মাদক কারবারি। মাদকের মামলায় আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেন।

তিনি আরও বলেন, সন্ত্রাসী,অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন : কক্সবাজার জেলার শ্রেষ্ঠ এসআই মহসিন চৌধুরী-পিপিএম

এদিকে, মহেশখালী থানায় এস আই মহসীন চৌধুরী-পিপিএম যোগদানের পর থেকে অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বিভিন্ন মামলার ১৪ আসামিকে কারাগারে পাঠিয়ে অল্প দিনের ব্যবধানে অপরাধীদের যম হয়ে এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। তার একের পর এক অভিযানে অনেক চিহ্নিত অপরাধী গা-ঢাকা দিয়েছেন।

এক প্রতিক্রিয়ায় এসআই মহসিন চৌধুরী-পিপিএম সন্ত্রাস, মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, চোরাচালান, পারিবারিক কলহসহ বিভিন্ন অপরাধ দমনের সকলের সহযোগিতা কামনা করেছেন।

আরও খবর