সুফলের উপকারভোগীদের সফলতার গল্প শুনলেন বিশ্বব্যাংকের প্রতিনিধিদল

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :


টেকসই বন ও জীবিকা(সুফল) প্রকল্পের মাধ্যমে ধ্বংস হওয়া বন সবুজায়নের উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার।

বিশ্বব্যাংকের অর্থায়নে বনবিভাগের সহযোগিতায় সুফল প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণে ধ্বংস হওয়া বনে সবুজায়ন করে বন নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরশীল হওয়া উপকারভোগীদের খবর নিতে শুক্রবার(১ নভেম্বর) বিকেলে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হোয়াইক্যং রেঞ্জের মনখালী বিটের এফসিভি সদস্যদের সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের গ্লোবাল ডিপার্টমেন্ট ফর এনভায়রনমেন্টের প্র্যাকটিস ম্যানেজার ক্রিস্টিয়ান আলবার্ট পিটার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের সিনিয়র এনভায়রনমেন্ট স্পেশালিষ্ট মোহাম্মদ ইশতিয়াক সোবহান ও সুফল প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মো. আব্দুল্লাহ আব্রাহাম হোসাইন।

মতবিনিময়কালে ঢালারমুখ হাজমপাড়া এফসিভি সভাপতি মোহাম্মদ হারুন বলেন,” সুফল প্রকল্পের মাধ্যমে দুই কিস্তিতে প্রাপ্ত ৪২ হাজার টাকা দিয়ে ৭৩জন সদস্যদের জীবিকার উন্নয়নে নিজেরা সম্মিলিত চেষ্টার মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে ধ্বংসের হাত থেকে বনকে রক্ষা করে যাচ্ছি। আগের মতো আমরা সদস্যদের বন নির্ভরতা কমাতে সবসময় উদ্বুদ্ধ করি।” ছেপটখালী এফসিভি সভাপতি মোহাম্মদ আলী ও শামলাপুর বিটের করাচিপাড়া পূর্বপাড়ার সানজিদা খাতুন বলেন,”বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের মাধ্যমে বনরক্ষায় যে অর্থ দিয়ে জীবিকার উন্নয়ন করছে সেটি যথাযথ কাজে লাগানোর চেষ্টা করি। আমরা ছাগল পালন, সেলাই প্রশিক্ষণ সহ নানা বিষয়ে প্রশিক্ষণ নিয়ে বনের উপর নির্ভরতা কমানোর চেষ্টা করে নিজেরা বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতেছি। আমরা বনের নির্ভরতা একেবারে কমিয়ে এনেছি।”

সুফল প্রকল্পের মাধ্যমে বনের উপর নির্ভরশীলদের সফলতার গল্প শুনে সন্তুষ্টি প্রকাশ করে ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাস দেন বিশ্বব্যাংকের প্রতিনিধিদল।

মতবিনিময় সভায় কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মারুফ হোসেন, সহকারী বন সংরক্ষক(টেকনাফ) মনিরুল ইসলাম, কক্সবাজার উত্তর বনবিভাগের এসিএফ প্রাণতোষ রায়,সুফল প্রকল্পের সিএমও, আব্দুর রাজ্জাক ও হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মো. মিনার চৌধুরী, মনখালী বিট কর্মকর্তা শিমুল কান্তি নাথ,শামলাপুর বিট কর্মকর্তা সোহেল রানা, জালিয়াপালং বিট কর্মকর্তা রোকনুজ্জামান রোকনসহ রেঞ্জের স্টাফগণ ও সুফল প্রকল্পের এফসিভি দলের উপকারভোগীগণ সহ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর