উখিয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার!

নিজস্ব প্রতিবেদক :


কক্সবাজারের উখিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ। গ্রেফতার মিজানুর রহমান হলদিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাগলিরবিল এলাকার আলি আহমদের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়,”মিজানুর রহমান প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক কয়েকবার ধর্ষণ করেন। সর্বশেষ গত ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জোরপূর্বক ইচ্ছের বিরুদ্ধে একটি কাগজে স্বাক্ষর নিয়ে বিয়ে করার কথা বলে বাড়িতে এসে ধর্ষণ করে। পরে শোর চিৎকার দিলে মুখ চেপে ধরে বলে এজাহার সূত্রে জানা যায়।”

এ ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শাকিলা আক্তার(ছদ্মনাম)। যার নং ৪৮/৬৩১।

বৃহস্পতিবার দিবাগত রাতে এজাহারের প্রধান অভিযুক্ত মিজানুর রহমান কে গ্রেফতার করা হয় বলে জানা যায়। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. সৌরভ হোসেন।

আরও খবর