কক্সবাজারে স’ন্ত্রা’সীদের গু’লি’তে নারী নি’হ’ত

উপকূলীয় প্রতিনিধি:


কক্সবাজারের মহেশখালীর উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি পূর্বপাড়া গ্রামে ছাত্র-জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থী শহীদ তানভীর ছিদ্দিকী হত্যার অন্যতম আসামি এলাকা থেকে বিতাড়িত আ’লীগ নেতা তারেক বাহিনী ও রশিদসহ কালাবদার নেতৃত্বে সন্ত্রাসীদের গুলিতে ফরিদা ইয়াসমিন ছৈয়দা (৩৫) নামে এক নারী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবার রাত ২টার সময় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরিদা ইয়াসমিন ছৈয়দা ওই এলাকার দলিবর ঘোষ্টির মৃত ছৈয়দ আহমদের কন্যা।

জানাগেছে, তারেক বাহিনীর লোকজন সরকার পতনের পর ছাত্র-জনতার চাপের মুখে এলাকা থেকে বিতাড়িত হয়ে স্বদল-বলে আধাঁর ঘোনা ও মিজ্জির পাড়া পাহাড়ে অবস্থান নেন। সেখান থেকে বেহির হয়ে তার পালিত সন্ত্রাসী বাহিনীসহ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করতে প্রতিপক্ষের ওপর রুষ্ট হয়ে হামলা চালালে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে তারেক বাহিনীর সদস্যদের ছোঁড়া গুলিতে এক মহিলা নিহত হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন।

স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা নিহতের বড় ভাই ফরিদ আহমদ জানান, ঘটনার রাতে একদল এলাকা থেকে বিতাড়িত আওয়ামীলীগের সন্ত্রাসী আমাদের বাড়ীতে এসে এলোপাতাড়ি গুলি চালায়। পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় সন্ত্রাসী বাহিনীর প্রধান গডফাদার তারেক বাহিনীর নেতৃত্বে নুরুল আলম প্রকাশ কালাবদা, রশিদ ও নোমানের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলে মারা যান আমার ভাতিজি ফরিদা ইয়াসমিন। এছাড়াও সন্ত্রাসীদের ধাওয়া করতে গিয়ে কয়েকজন পুরুষ আহত হয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সন্ত্রাসীদের গুলিতে এক মহিলা মারা গেছে। তবে সন্ত্রাসীদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। ’

আরও খবর