কক্সবাজারে হত্যা মামলার আসামীর মৃত্যুদন্ড!

কক্সবাজার জার্নাল ডটকম রিপোর্ট :

হত্যা মামলায় একজন আসামীকে মৃত্যুদন্ড, একইসাথে এক লক্ষ টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ২ বছর সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. মোশারফ হোসেন এ রায় ঘোষণা করেন।

একই আদালতের বেঞ্চ সহকারী প্রনব কান্তি শর্মা এ তথ্য জানিয়েছেন। রায়ে এক লক্ষ টাকা অর্থদন্ড আদায় সাপেক্ষে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

দন্ডিত আসামী হলো-কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের কালু ফকির পাড়ার লাল মিয়ার পুত্র ওসমান গনি প্রকাশ ওসমান (৩৫)। মৃত্যুদন্ডে দন্ডিত আসামী পলাতল রয়েছে। রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শওকত বেলাল মামলাটি পরিচালনা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ :
২০১৭ সালের ৯ জুলাই সকাল ৮ টার দিকে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের কালু ফকির পাড়ার সৈয়দ আহমদের পুত্র সৈয়দ করিম-কে পাওনা টাকা পরিশোধের কথা বলে একই এলাকার ওসমান গনি প্রকাশ ওসমান তার বাড়িতে ডেকে নিয়ে যায়। ওসমান সেখানে সৈয়দ করিমকে উপুর্যপুরি ছুরিকাঘাত করলে সৈয়দ করিম গুরতর আহত হন। পরে সৈয়দ করিমকে চিকিৎসার জন্য মুমূর্ষু অবস্থায় কক্সবাজার থেকে চট্টগ্রাম নেওয়ার পথে মারা যান।

এ ঘটনায় নিহত সৈয়দ করিমের পিতা সৈয়দ আহমদ বাদী হয়ে ওসমান গনি প্রকাশ ওসমান সহ ৪ জনকে আসামী করে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার কক্সবাজার সদর থানা মামলা নম্বর : ৪৪, তারিখ : ১১/০৭/২০১৭ ইংরেজি, জিআর মামলা নম্বর : ৭০৯/২০১৭ (কক্সবাজার সদর) এবং এসটি মামলা নম্বর : ৯১৭/২০২২ ইংরেজি।

বিচার ও রায় :
মামলাটির তদন্তকারী কর্মকর্তা (আইও) সিআইডি কক্সবাজার জেলার সহকারী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ২০২২ সালের ১৬ জুন মামলার এজাহারভূক্ত ৩ জন আসামীকে বাদ দিয়ে শুধুমাত্র ওসমান গণি প্রকাশ ওসমানকে প্রাথমিকভাবে অভিযুক্ত করে আদালতে চার্জসীট (অভিযোগপত্র) প্রদান করেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ২০২২ সালের ১৬ জুন মামলাটি চার্জ (অভিযোগ) গঠন করে বিচারকার্য শুরু করা হয়। মামলাটিতে ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, আসামী পক্ষে তাদের জেরা, নিহতের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত রিপোর্ট পর্যালোচনা, আলামত প্রদর্শন, আসামীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ, যুক্তিতর্ক সহ বিচারের সকল প্রক্রিয়া সম্পন্ন করে মামলাটি রায়ের জন্য বুধবার দিন ধার্য করা হয়।

রায় প্রচারের দিনে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিজ্ঞ বিচারক মো. মোশারফ হোসেন আসামী ওসমান গণি প্রকাশ ওসমানকে ফৌজদারী দন্ড বিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্থ করে মৃত্যুদন্ড প্রদান, একইসাথে এক লক্ষ টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ২ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায়ে এক লক্ষ টাকা অর্থদন্ড আদায় সাপেক্ষে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর