মহেশখালীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার!

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের মহেশখালীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা পুলিশ জানায়, ৩০ অক্টোবর (বুধবার) বিকেলে উপজেলার হোয়ানক (টাইম বাজার) এলাকায় এসআই মহসীন চৌধুরী-পিপিএম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে বন-২৮/১৯ মামলার আসামি জামালপাড়া (হোয়ানক)-এর আবদুল মোতালেবের ছেলে রহমত আলী প্রকাশ কালু (৪২) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ জানান, আমাদের থানা পুলিশের অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে আজ সকালে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আরও খবর