উখিয়ার ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীন তাসনিম তাসিন

নিজস্ব প্রতিবেদক :

৩৮ তম বিসিএসের (প্রশাসন) কর্মকর্তা যারীন তাসনিম তাসিন’কে কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) , চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বর্তমান সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ কে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে বদলি করা হয়েছে।

সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) তাহমিনা আকতার স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

১৯২৬ সালে উখিয়া থানা গঠিত হয় এবং ১৯৮৩ সালে থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয়।

উপজেলা হওয়ার ৪১ বছর পর এই প্রথম কোনো নারী হিসেবে লালমনিরহাট জেলার বাসিন্দা যারীন তাসনিম তাসিন উখিয়ার এসিল্যান্ডের চেয়ারে আসীন হতে যাচ্ছেন।

আরও খবর