মহেশখালীতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার- ২

স্টাফ রিপোর্টার :

কক্সবাজারের মহেশখালীতে বন মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি জমির উদ্দিন ও জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) ভোরবেলা পৃথক জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার শাপলাপুর (পশ্চিম পাড়া) এলাকার কাসেম আলীর ছেলে জমির উদ্দিন (২৫) ও একই উপজেলার বাড়িয়াকাটার এলাকার মৃত আছত আলীর ছেলে ওয়ারেন্ট ভুক্ত আসামি নাজিম উদ্দিন (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মহসীন চৌধুরী পিপিএম সঙ্গীয় এসআই মহিউদ্দিন, এএসআই এমদাদ ভোরবেলায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বন মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি জমির উদ্দিন ও আরেক অভিযানে জিআর মামলার ওয়ারেন্টে ভুক্ত আসামি নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, গেল ৮ দিনে এসআই মহসীন চৌধুরী পিপিএম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ১২ জন আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন।

আরও খবর