মহেশখালীতে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ৬ বছর পর গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট :

জেলার মহেশখালীতে মোটরসাইকেল চুরির মামলার সাজাপ্রাপ্ত আক্তার মিয়া (৩২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৬ অক্টোবর (শনিবার) ভোরবেলা মহেশখালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আক্তার ফকিরাঘানা (নতুন বাজার) এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।

২০১৮ সালে এক চুরির মামলায় দুই বছরের সাজা হয় আক্তারের। যার মামলা নং: জিআর-৩৭৪/১৮।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে দীর্ঘসময় ধরে তিনি পলাতক ছিলেন। সর্বশেষ গোপন তথ্যের ভিত্তিতে মহেশখালী থানায় সদ্য যোগদানকৃত এসআই মহসীন চৌধুরী পিপিএম, সঙ্গীয় এসআই আল আমিন, এসআই সাজ্জাদ চৌধুরী ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ কক্সবাজার জার্নালকে জানান, গ্রেপ্তার আক্তারকে আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, গেল এক সপ্তাহে এসআই মহসীন চৌধুরী পিপিএম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ১০ জন আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন।

আরও খবর