মোর্শেদুর রহমান খোকন ::
কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখে মুগ্ধতায় মজেছেন বাংলাদেশী বংশধর লন্ডনের ৪ প্রবাসী।
প্রথম বারের মত কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখে মুগ্ধতায় মজেছেন তারা।
দেশে এটিকে নিয়ে পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে সারা বিশ্বে এর পরিচিতি ও তুলে ধরতে ব্যতিক্রমী ১২০ কিলোমিটার পায়ে হেঁটার উদ্যোগ নিয়েছেন তারা।
একই সাথে রোহিঙ্গা ও স্থানীয় শিশুদের জীবন মান উন্নয়নে ফান্ড সংগ্রহ করার লক্ষেও এই Walk for Hope (ওয়াক পর হোপ) বলে জানান তারা।
এই উপলক্ষে আজ সন্ধ্যায় কক্সবাজারে মিট দ্যা প্রেস এর আয়োজন করেন আন্তর্জাতিক বেসরকারী সংস্থা হিউম্যান রিলিফ ফাউন্ডেশন।
মিট দ্যা প্রেসে জানানো হয় আগামী ২৮ অক্টোবর থেকে কক্সবাজার টেকনাফের জিরো পয়েন্ট থেকে সৈকতের উপর দিয়ে হেঁটে ৩১ অক্টোবর কলাতলী লাবনী পয়েন্টে এসে Walk for Hope শেষ করবে।
ব্যতিক্রমী যাত্রায় রয়েছেন ৪ বাংলাদেশী বংশদ্ভোত বৃটিশ নাগরিক মিঃ হোসাইন আহমেদ, আবদাল উদ্দিন আহমেদ, ফয়সল উদ্দিন, ও এনামুল হক।
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তারা বলেন, কক্সবাজারের এই দীর্ঘতম সৈকতের মতো সুন্দর সৈকত বিশ্বে আর কোথাও নেই। এই সৌন্দর্যকে বিশ্বের কাছে পরিচিতি করা অত্যন্ত জরুরী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হিউম্যান রিলিফ ফাউন্ডেশন -বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড.ওবায়দুর রহমান, ফাইন্যান্স ম্যানেজার সালমা আক্তার।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-