উখিয়ায় বাস-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে আহত-৫

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :


উখিয়া ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকায় আরাকান সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।

শনিবার(২৬ অক্টোবর) বিকেলে এ দূর্ঘটনা ঘটে।

আহতরা হলেন,”রামু জোয়ারিয়ানালা সওদাগর পাড়া এলাকার সিএনজি চালক আব্দুল্লাহ, বালুখালী এলাকার জাফর আলমের ছেলে মকবুল, রোহিঙ্গা হাসিম উল্লাহ, কক্সবাজার শহরের শফিউল হক ও ক্যাম্প-৯ এর মো. ফারুক।

স্থানীয় সূত্রে জানা যায়,”শনিবার বিকেল চারটার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা টেকনাফগামী যাত্রীবাসী বাস সমুদ্রতরী(যার নং ঢাকা-মেট্রো-জ ১১-০২৩২) এর সাথে পালংখালী থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী সিএনজি(যার নং: কক্সবাজার-থ ১১-৮৬৪৭) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা চালকসহ পাঁচজন গুরুতর আহত হয় বলে জানা যায়।

দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোস্তফা কামাল মুঠোফোনে জানান,”উখিয়া কলেজের সামনে থেকে দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি জব্দ করা হয়েছে। আহতদের এমএসএফ হাসপাতালে নিয়ে গেছে বলে শুনেছি। যানবাহন দুটির মালিকপক্ষ এসেছে। তারা যদি মামলা করতে চায় মামলা নিবো।”