আমতলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:


ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল- এ স্লোগান নিয়ে কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের আমতলী ক্রীড়া পরিবারের আয়োজনে আমতলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন রত্নাপালং ইউনিয়ন বিএনপির সভাপতি সাবের আহমদ।

টুর্নামেন্ট আয়োজক কমিটির উপদেষ্টা ইকবাল হোসেন সোহেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নির্দিষ্ট সময়ে কোনো গোল না হওয়ায় ট্রাইবেকারে জয়লাভ করে চ্যাম্পিয়ন হন ভালুকিয়া মাতবর পাড়া বাছাই একাদশ টিম।

খেলায় রত্নাপালং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জানে আলম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক শাহ আমিন চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম চৌধুরী, রত্নাপালং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,” খেলায় হারজিত আছে। দুইদল সুন্দর খেলা উপহার দিয়েছে। প্রত্যন্ত অঞ্চলে সীমান্তবর্তী এ এলাকায় মাদকের করাল গ্রাস থেকে সবাইকে দূরে রাখতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন সবাই বিস্মিত করেছে। আগামীতে এরকম আরও টুর্নামেন্ট আয়োজন করে জাতীয় মানের খেলোয়াড় সৃষ্টি হবে সে প্রত্যাশা। খেলাধুলার প্রতি উৎসাহিত করতে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।”