মহেশখালীতে সাজাপ্রাপ্ত দুই প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :

মহেশখালী থানা এলাকায় পৃথক অভিযানে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- উপজেলার বড় মহেশখালী মিয়াজীর পাড়া এলাকার মোজাহেরুল হকের ছেলে মাহবুবুর রহমান (৩৫) ও কুতুবজুম নয়াপাড়া এলাকার আবদুল গফুরের ছেলে মো. নেজাম উদ্দিন (৪৫)

বুধবার (২৩ অক্টোবর) মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. কায়সার হামিদ এ তথ্য জানান।

তিনি বলেন, ২২ অক্টোবর (মঙ্গলবার) থানার পার্শ্ববর্তী এলাকায় এসআই মহসীন চৌধুরী পিপিএম সঙ্গীয় এএসআই লিংকন দে ফোর্সসহ পৃথক অভিযানে চেক প্রতারণা মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা তাদের নামে মামলা হওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছেন। মামলার বিচারপ্রক্রিয়া শেষে সাজাও পেয়েছেন তারা।

আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ৩ দিনে এসআই মহসীন চৌধুরী পিপিএম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৪ জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর