ইমরান আল মাহমুদ, উখিয়া:
উখিয়ার মরিচ্যা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি মামলায় ৪৬হাজার টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।
রবিবার(২০ অক্টোবর) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মরিচ্যা বাজারে অবস্থিত শাহ জব্বারিয়া হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া কাঁচাবাজার, মুদির দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্যের দায়ে মোট ৫টি মামলায় পৃথক অভিযান পরিচালনা করে ২৬হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ। ইউএনও জানায়,” নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় মরিচ্যা বাজারে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি মামলায় ৪৬হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি না করতে শাহ জব্বারিয়া হোটেলকে সতর্কবার্তা প্রদান করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-