নিজস্ব প্রতিবেদক :
উখিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাজাপালং এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুবরণকারী প্রতিষ্ঠাতা, দাতা ও শিক্ষকবৃন্দের জন্য খতমে কোরআন, তাহলীল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর) ফাজিল (২০১৯-২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে রাজাপালং এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে মাদ্রাসা হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রয়াত প্রতিষ্ঠাতা, দাতা ও মরহুম সকল শিক্ষক রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভাইস প্রিন্সিপাল আবুল কালাম আযাদ বাশার, অধ্যাপক মাষ্টার মাহমুদুল হক সহকারী অধ্যাপক মাওলানা আবুল ফজল ও সহকারী অধ্যাপক মুহিব উল্লাহ।
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী নুরুল আমিন, মুবারক রিফাত, মো. হারুন, মিজানুর রহমান,মামুন সিকদারসহ অত্র মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।
এদিকে এমন আয়োজন করে সর্বাঙ্গনে প্রশংসায় ভাসছেন মাদ্রাসা শিক্ষার্থীরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-