নিজস্ব প্রতিবেদক :
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোররাতে উপজেলার পালংখালীর জামতলী ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি একইদিন দুপুর ১২টায় নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কায়সার রিজভী কোরায়েশী।
তিনি জানান, জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে উখিয়া থানায় এজাহারনামীয় হত্যা মামলার আসামি মোহাম্মদ ইয়াসিন (৪৪) কে গ্রেফতার করা হয়। যার মামলা নং-০৬, তারিখ-০২/০৭/২০২৪ খ্রি:। সে একই ক্যাম্পের এইচ/২ ব্লকের বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-