ধুরুমখালি সার্বজনীন শ্রী শ্রী দূর্গামন্দির পরিদর্শনে গণ অধিকার পরিষদ উখিয়ার নেতৃবৃন্দরা!

বার্তা পরিবেশক :

উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর ধুরুমখালি সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির পরিদর্শন করেছেন গণ অধিকার পরিষদ উখিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দরা।

শনিবার (১২ অক্টোবর) রাতে ৯ টার দিকে আহবায়ক হামিদুল হকের নেতৃত্বে গণ অধিকার পরিষদের একটি প্রতিনিধিদল পূজামণ্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে শুভেচ্ছা বক্তব্যে হামিদুল হক জানান, “হলদিয়া পালং ইউনিয়নের উত্তর ধুরুমখালি দূর্গা মন্দির পূজামণ্ডপটি পরিদর্শন করেছি।এখানে কখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখানে সকল ধর্মের একটা সম্প্রীতি রয়েছে। এরপরও সবসময় আনন্দ ভাগাভাগি করতে কক্সবাজার জেলা গণ অধিকার পরিষদের সভাপতি হেলাল উদ্দীন ও কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান ভিপি নুরুল হক নুরের নির্দেশে আমরা পরিদর্শন করতে এসেছি। সবার মাঝে দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক।”

এ সময় সদস্য সচিব মাহমুদুল হক সাকিব সহ অন্যান্য নেতৃবৃন্দরা বলেন,কেন্দ্রীয় নির্দেশনার আলোকে শান্তি,শৃঙ্খলা ও সম্প্রতি বজায় রাখতে,আমরা আজকে রুমখাঁ বাজার হরি ও ধ্যান মন্দির পরিদর্শন করেছি। ক্রমান্বয়ে উপজেলার অন্যান্য মন্দির সমূহও ধারাবাহিক ভাবে পরিদর্শনে যাব।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদ নেতা তাহের উদ্দীন, উপজেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক আবছার উদ্দীন,যুগ্ম আহবায়ক মুহাম্মদ ইব্রাহিম,জামাল উদ্দীন,জয়নুল আবেদিন,ওমর ফারুক,সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. ফয়েজুল হাসান সায়েম ও সদস্য মো. আকতার উদ্দীন সহ সাধারণ নেতৃবৃন্দরা।

এর আগে গত শুক্রবার(১১ অক্টোবর) রাতে রুমখাঁবাজার সার্বজনীন হরি ও ধ্যান মন্দির পরিদর্শন করেন আহবায়ক হামিদুল হক্ব এর নেতৃত্বে প্রতিনিধি দল।

আরও খবর