সংবাদ বিজ্ঞপ্তি :
উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর ধুরুমখালী সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির ও রুমখাঁবাজার সার্বজনীন হরি ও ধ্যাঁন মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) হলদিয়া পালং ইউনিয়ন দক্ষিণ শাখার নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার(১০ অক্টোবর) রাতে সভাপতি জামাল মাহমুদের নেতৃত্বে বিএনপি প্রতিনিধিদল দুইটি পূজামণ্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে শুভেচ্ছা বক্তব্যে জামাল মাহমুদ জানান,”হলদিয়া পালং ইউনিয়নে দুটি পূজামণ্ডপ রয়েছে। আমাদের এ দুটি পূজামণ্ডপে কখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখানে সকল ধর্মের একটা সম্প্রীতি রয়েছে। এরপরও সবসময় আনন্দ ভাগাভাগি করতে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর পক্ষ থেকে উখিয়া উপজেলা বিএনপির নির্দেশে আমরা পরিদর্শন করতে এসেছি। সবার মাঝে দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য শংকর বড়ুয়া, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরী, হেলাল উদ্দিন, যুবদল নেতা রহমত উল্লাহ, মাজেদ চৌধুরী সহ নেতৃবৃন্দরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-