পেকুয়া প্রতিনিধি :
নিখোঁজের ১৩ দিন পর কক্সবাজারের পেকুয়া থেকে অপহৃত শিক্ষক মোহাম্মদ আরিফের লাশ উদ্ধার তার নিজ বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে ঘরের পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় তার লাশ পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানা পুলিশ জানায়, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
জানা যায়, শিক্ষক মোহাম্মদ আরিফের বাড়ি পেকুয়া সদর ইউনিয়নের মাতবরপাড়া এলাকায়। অহরণের পর থেকে বিভিন্ন মাধ্যমে তার মুক্তিপণ দাবি করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-