উখিয়ায় মালবাহী ট্রাক উল্টে যুবক নিহত, চালক পলাতক

স্টাফ রিপোর্টার, উখিয়া :


উখিয়ায় গাছের সাথে ধাক্কা লেগে মালবাহী ট্রাক উল্টে এক হেল্পার নিহত হয়েছেন। ঘটনার সাথে সাথে ট্রাক চালক পালিয়ে গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৬টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার রাজাপালং ইউনিয়নের কাঁশির বিল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিহত যুবক টাঙ্গাইলের মধুপুর কাইততাই এলাকার আবুল হোসেনের পুত্র রফিকুল ইসলাম (২৮)। সে ওই গাড়ির হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান,”ভোর সোয়া পাঁচটার দিকে একটি ট্রাক উল্টে খাঁদে পড়ার খবর আসে। সাথে সাথে উখিয়া ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে।”

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল বলেন, “মঙ্গলবার সকালে উখিয়া উপজেলার কাঁশিরবিল এলাকায় টেকনাফমুখী মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি সড়কের পাশে খাঁদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় আহত গাড়ির হেল্পারকে স্থানীয়রা উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালক পলাতক রয়েছেন।

আরও খবর