কক্সবাজারে দাঁড়িয়ে থাকা জিপে অটোরিকশার ধাক্কা, নিহত ১

ঈদগাঁও সংবাদদাতা :

কক্সবাজারের ঈদগাঁও ইসলামাবাদের খোদাইবাড়ী মহাসড়ক অংশে সড়ক দুর্ঘটনায় মো. সেলিম (৫৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে।

নিহত চালক পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

রবিবার (৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষর্শী স্থানীয় ব্যবসায়ী বশির আলম জানান, কক্সবাজারমুখী বাঁশবাহী একটি জিপ গাড়ি সড়কে আগ থেকে অবস্থান করছিল। হঠাৎ পেছন থেকে আসা অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে জিপের পেছনে ধাক্কা দিলে জিপে থাকা বাঁশ অটোরিকশা চালকের শরীরের এপাশ থেকে প্রবেশ করে ওপাশ দিয়ে বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশা চালক।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল তৈরি শেষে গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।

আরও খবর