চকরিয়া প্রতিনিধি :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একপাশ থেকে পলিথিন মোড়ানো সদ্য নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
আজ রবিবার সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিজার্ভপাড়া সংলগ্ন ব্রিজের উপর থেকে ওই নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ রিয়াজ উদ্দিন জানান, সকালে খবর পেয়ে গ্রাম পুলিশের সহায়তায় মহাসড়কের পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। থানা পুলিশকে অবহিত করে স্থানীয় কবরস্থানে নবজাতকের লাশ দাফন করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-