ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :
উখিয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষ্যে এক র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিআরডিবি কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.বদরুল আলম, প্রকল্প কর্মকর্তা মেহেদী হাসান,পল্লী সঞ্চয় কর্মকর্তা হাবিবুর রহমান, রাজাপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান, জালিয়াপালং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাহাব উদ্দিন, দৈনিক সকালের কক্সবাজার ও কক্সবাজার জার্নালের উখিয়া প্রতিনিধি ইমরান আল মাহমুদ সহ পাঁচ ইউনিয়নের সচিববৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত নানা বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
সরকারি টার্গেট পূরণ করার জন্য সবাই আন্তরিকতার সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধন করার অঙ্গীকার ব্যক্ত করেন। ইউএনও বলেন,”জন্ম ও মৃত্যু নিবন্ধন করার ক্ষেত্রে উপজেলায় রাজাপালং ও জালিয়াপালং ইউনিয়ন টার্গেট পূরণ করতে পেরেছে। বাকী তিন ইউনিয়নের সচিব, মেম্বার,গ্রাম পুলিশ ও দফাদারদের আরও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-