টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজার টেকনাফের বাহারছড়ায় অপহরণ ও ডাকাত চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালি এলাকার নুরুন্নবীর ছেলে সোহেল ও একই এলাকার শামসুল হুদা (দফাদার) এর মো. আব্দুল্লাহ প্রকাশ ছোট্টু।
রবিবার (৬ অক্টোবর) বিকাল চারটার দিকে টেকনাফ মডেল থানার ওসি মো. গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২০ জুলাই সন্ধ্যায় শামলাপুরের পুরান পাড়ার মোহাম্মদ ইয়াছিনকে (২১) বাহারছড়ার ঢালা রোড হতে অজ্ঞাতনামা আসামিরা অপহরণ করেন।
অপহরণের ঘটনায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ভিকটিম ও তাহাদের ব্যবহৃত মুঠোফোন দিয়ে ভিকটিমের বাবার ব্যবহৃত মোবাইল নম্বরে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে প্রাণে হত্যার হুমকি দেন। পরে ৪ লাখ টাকা মুক্তিপণ দিলে অপহরণকারীরা ভিকটিম ইয়াছিনকে ছেড়ে দেয়। অপহরণকারীদের নাম ঠিকানা না জানায় তাৎক্ষণিক মামলা করেনি অপহৃতরা।
এদিকে গত ৫ অক্টোবর ভিকটিম ইয়াছিন অপহরণকারী সোহেলকে শীলখালী এলাকায় দেখতে পেয়ে চিনতে পারায় তার নাম ঠিকানা সংগ্রহ করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর জানালে তথ্যমতে একদল পুলিশ অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করে। পরে আসামি সোহেল অপহরণের ঘটনায় তার নিজের সংশ্লিষ্টতা স্বীকার করে এবং তার সঙ্গীয় হিসেবে অপর আটক আব্দুল্লাহ প্রকাশ ছোট্টু সহ আর ৯-১০ জন ছিলো বলে স্বীকার করেন। অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে বলেও জানান ওসি গিয়াস উদ্দিন।
এদিকে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-