নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের ছাত্র হত্যাকাণ্ডের অন্যতম আসামি ও সাবেক এমপির ক্যাডার আবু মুছা প্রকাশ কিলার মুছাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদরে ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডের তিনটি মামলার এজাহারভুক্ত এই আসামিকে কক্সবাজার সদর থানাধীন কলাতলী থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু মুছা স্বীকার করেছে- সে সিরাজগঞ্জের সাবেক এমপি জান্নাত আরা হেনরির প্রধান ক্যাডার ছিল এবং ছাত্র হত্যাকাণ্ডে তার সরাসরি যোগাযোগ ছিল। গ্রেপ্তারের পর সে কক্সবাজারে আত্মগোপন করে দেশত্যাগের চেষ্টা করছিল।
র্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী জানান, গ্রেপ্তার আবু মুছার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-