বিজ্ঞপ্তি :
কক্সবাজারের উখিয়া উপজেলা ৩৩ কেভি মেইন লাইনের আশেপাশে অবস্থিত গাছের ডালা কাঁটার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে৷
আগামী শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ লাইন বন্ধ থাকবে৷
যেসব এলাকায় বন্ধ থাকবে: উখিয়া উপজেলার রাজাপালং, উপজেলা কমপ্লেক্স, উখিয়া থানা কমপ্লেক্স, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, এপিবিএন, উখিয়া বাজার, ফলিয়াপাড়া, হাজিরপাড়া, ছয়তারা রাইস মিল এরিয়া, কাশিয়ারবিল, ডেইলপাড়া, থাইপালং, জামতলি, জাদীমোরা, বটতলী, খয়রাতিপাড়া, দরগাহ বিল, দোছড়ী, কুতুপালং বাজার, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা, ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা, কোটবাজার, মনির মার্কেট, তেলিপাড়া, হরিণমারা, তুতুরবিল, উত্তর এবং দক্ষিণ পুকুরিয়া, রুহুল্লার ডেবা , কামারিয়ারবিল, চাকবৈঠা, মনিরমার্কেট, পিনজিরকুল, হিজলিয়া স্টেশন, কোটবাজার ঝাউতলা, মালভিটা পাড়া, আদালত পাড়া, ভালুকিয়া, ধুরুমখালি, মৌলভী পাড়া, চৌধুরীপাড়া, ক্লাসপাড়া সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে৷
বিষয়টি নিশ্চিত করে উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কাইজর নুর জানান, উখিয়ার বিভিন্ন এলাকায় ৩৩ কেভি মেইন লাইনের আশেপাশে অবস্থিত গাছের ডালা কাঁটার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, কাজ শেষ হওয়ার সাপেক্ষে নির্ধারিত সময়ের আগে যেকোনো সময় লাইন চালু হতে পারে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-