চকরিয়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

কক্সবাজার জার্নাল প্রতিবেদক :

কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাই মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত মো. মনিরুল ইসলাম ছোটন নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

২১ সেপ্টেম্বর (শনিবার) গভীররাতে হারবাং পুলিশ ফাঁড়ীর আইসি মো. ফরিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী পিপিএম ও এএসআই সোলেমান খান ফোর্সসহ অভিযান চালিয়ে হারবাং ইউনিয়নের নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. মনিরুল ইসলাম ছোটন হারবাং নোয়াপাড়া এলাকার কবির আহমেদের ছেলে।

অভিযানের বিষয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফরিদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক ডাকাতি এবং ছিনতাই মামলা রয়েছে।

তিনি আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।

আরও খবর