কক্সবাজার জার্নাল প্রতিবেদক :
কক্সবাজারের চকরিয়ার হারবাং ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত সিন্ডিকেটের ৪ ও ১০ মামলার পলাতক দুর্ধর্ষ দুই ডাকাতকে গ্রেফতার করেছে হারবাং ফাঁড়ি পুলিশ।
আজ রবিবার ভোররাতে দিকে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফরিদের নেতৃত্বে এসআই মহসিন চৌধুরী, এএসআই সোলায়মান খাঁনসহ সঙ্গীয় পুলিশ সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করে হারবাং নোনাছড়ি এলাকা থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল- চকরিয়া পৌরসভা ৫নং ওয়ার্ডের করাইয়াঘোনা এলাকার নাজিম উদ্দিনের ছেলে ৪ মামলার আসামি ইয়াছিন আরাফাত ইশফাত (৩০) ও পার্বত্য বান্দরবানের লামা পৌরসভার লাইনঝিরি ওয়াছের আলীর ছেলে ১০ মামলার পলাতক আসামি আব্দুল করিম প্রকাশ- করিম ডাকাত (৩২)।
বিষয়টি নিশ্চিত করেছেন হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফরিদ।
এ সময় তিনি বলেন, গ্রেফতারকৃত দুই ডাকাত সদস্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রতিনিয়ত ডাকাতি ও ছিনতাই কাজে জড়িত ছিল। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-