ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের রামুর গোয়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১কেজি ৬শ ২৫ গ্রাম আইস সহ একজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(৩০ বিজিবি) সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার(১৯ সেপ্টেম্বর) মরিচ্যা চেকপোস্টের পশ্চিমে গোয়ালিয়া এলাকায় অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতারকৃত মো. ফাইসেল (১৯) রোহিঙ্গা ক্যাম্প-১ এর ইয়াছিনের ছেলে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন রামু ব্যাটালিয়ন(৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এক ব্যক্তি শপিংব্যাগ সহ গোয়ালিয়া অস্থায়ী তল্লাশি চৌকি অতিক্রম করলে তল্লাশি চৌকিতে ডিউটিরত বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১কেজি ৬শ ২৫ গ্রাম আইস উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-