উখিয়ায় পাহাড়ধ্বস বিষয়ক সচেতনতা মহড়া অনুষ্ঠিত

শাহিন উদ্দিন ও আলি আহমদ,কক্সবাজার জার্নাল :


কক্সবাজারের উখিয়ায় পাহাড়ধ্বস বিষয়ক সচেতনতা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজাপালং ইউনিয়নের হরিণমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

উখিয়া উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের আয়োজনে ইউএনডিপি’র সহযোগিতায় অনুষ্ঠিত মহড়ায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ, একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম সহ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।

আলোচনা সভা শুরুর আগে অনুষ্ঠিত পাহাড়ধ্বস বিষয়ক সচেতনতা মহড়ার নেতৃত্ব দেন উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কমান্ডার মো. শফিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন,”ভারী বর্ষণের সময় পাহাড়ধ্বসের ঘটনা ঘটে। তাই অতিবৃষ্টি হলে পাহাড়ধ্বসপ্রবণ এলাকায় সতর্কভাবে যাতায়াত করতে হবে। সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বড় কোনো দূর্ঘটনার কবল থেকে নিজেদের রক্ষা করতে পারবো। তাছাড়া পাহাড় কাটা বন্ধে সবাইকে আরও সোচ্চার হতে হবে।”