কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের মহেশখালী থেকে অস্ত্রসহ একজনকে আটক করেছে নৌবাহিনী।
বুধবার (১৮ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাকে আটক করে নৌবাহিনী। আটককৃত ব্যক্তির নাম শাহজাহান।
নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী শাহজাহান পালানোর চেষ্টা করে। একপর্যায়ে নৌসদস্যরা তাকে ধরে ফেলেন।
পরবর্তীতে দেহ তল্লাশী করে একটি শর্টগান ও তাজা গুলি পাওয়া যায়। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় বাহিনীটি।
বর্তমান সরকারের নির্দেশে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চালু থাকবে বলেও জানায় বাহিনীটি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-