অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

উখিয়া প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এপিবিএন।

গ্রেফতারকৃত হলো উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা কালা মিয়ার ছেলে সৈয়দ আলম প্রকাশ আবু সাদ (৩৭)। গ্রেফতারকৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট এর সাব ব্লক-আই-১৪ সংলগ্ন জনৈক রোহিঙ্গা জোবায়েরের চায়ের দোকানের উত্তর পার্শ্বে এ অভিযান চালানো হয়।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা। ধৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

আরও খবর