কক্সবাজার সরকারি কলেজের বিএনসিসি কার্যক্রম পরিদর্শনে কর্ণফুলী রেজিমেন্ট কমান্ডার

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :


কক্সবাজার সরকারি কলেজের বিএনসিসি কার্যক্রম পরিদর্শন করেছেন কর্ণফুলী রেজিমেন্টের কমান্ডার লে. কর্ণেল লোকমান ও রেজিমেন্ট এ্যাডজুজেন্ট মেজর রাফি।

মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) দুপুরে পরিদর্শনকারী টিম কলেজে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান বিএনসিসি নৌ শাখার প্লাটুন কমান্ডার মোহাম্মদ উল্লাহ। পরে রেজিমেন্ট কমান্ডারকে স্বাগত জানান বিএনসিসি ক্যাডেটরা। পরে কলেজে অবস্থিত বিএনসিসি নৌ শাখার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সোলাইমান ও উপাধ্যক্ষ আবুল হাসনাত মফিজুল হক।

পরিদর্শন শেষে সার্বিক দিকনির্দেশনা প্রদান করে কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন রেজিমেন্ট কমান্ডার।

আরও খবর