ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল:
উখিয়ার কোর্টবাজারে সড়ক দখল করে গড়ে উঠা ফুটপাত দখলমুক্ত করতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।
বুধবার(১১ সেপ্টেম্বর) দুপুরে উখিয়া থানা পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে প্রশাসন। অভিযানে সড়কের উপর গড়ে উঠা ঝুপড়ি দোকান ও যত্রতত্র যানবাহন পার্কিং বিষয়ে কঠোর সতর্কবার্তা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহ আহমদ।
সড়ক যাতায়াতের উপযোগী করে তুলতে ড্রেন সহ হাঁটার জায়গা দখল করে গড়ে উঠা স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দেন তিনি।
শিক্ষার্থী সহ পথচারীরা অভিযোগ তুলে বলেন,”সড়কের পাশ দিয়ে নিরাপদে যাতায়াতের কোনো সুযোগ নেই। ড্রেন পর্যন্ত দখল করে দোকান বসিয়েছে। এসব ঝুপড়ি দোকান ও যত্রতত্র যানবাহন পার্কিংয়ের বিষয়টি শৃঙ্খলায় আনতে পারলে যানজটমুক্ত কোর্টবাজার গড়ে তোলা সম্ভব।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-