ইয়াবা গডফাদার ও সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর প্রধান নবী হোসেন ও তার ভাই বিদেশি অস্ত্রসহ গ্রেফতার

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :


বহু অপকর্মের হোতা মাদকদ্রব্য চোরাচালানের প্রধান ও ক্যাম্পের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেন ও তার ভাই ছৈয়দ হোসেন প্রকাশ বুলু কে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা।

শনিবার(৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ক্যাম্প-৮ ওয়েস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।

এক বিজ্ঞপ্তিতে তিনি গণমাধ্যমকে জানান,” ১৪ এপিবিএন সহ অধিনায়ক(পুলিশ সুপার) মো. আরেফিন জুয়েলের নেতৃত্বে আভিযানিক দল অভিযান পরিচালনা করে নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেন ও তার ভাইকে দুইটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ ক্যাম্প-৮ ওয়েস্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়।”

তিনি আরও জানান,”গ্রেফতারকৃত নবী হোসেন মায়ানমারের সন্ত্রাসী সংগঠন নবী হোসেন গ্রুপের প্রধান।

তিনি মায়ানমার হতে বাংলাদেশে ইয়াবা নামক মাদকদ্রব্য চোরচালানের মূলহোতা বা গডফাদার হিসেবে পরিচিত। বাংলাদেশের উখিয়া এবং টেকনাফের এফডিএমএন ক্যাম্প এলাকায় তার নিজস্ব সশস্ত্র বাহিনী রয়েছে। যার মাধ্যমে তিনি হত্যা, অপহরণ এবং ইয়াবা চোরাচালান করে থাকেন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে নবী হোসেনকে ধরতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলো বিজিবি।

উল্লেখ্য, নবী হোসেনের বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে।

আরও খবর