বন্যা কবলিত মানুষের পাশে ‘উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশন’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক:

বিগত সকল রেকর্ড ভাঙা চলমান বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত কয়েকদিন ধরে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ উখিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন থেকে তহবিল সংগ্রহ করে ফেনী, কুমিল্লা, মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী সহ বন্যা কবলিত জেলাগুলোতে অসহায় মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী।

শুক্রবার(২৩আগস্ট) থেকে ওই কর্মসূচি শুরু হয় বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

তিনি আরও জানান, চলমান বন্যা পরিস্থিতিতে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে সাধারণ শিক্ষার্থী সহ উখিয়ার বিভিন্ন স্টেশন থেকে তহবিল সংগ্রহ করি। পরে সেই তহবিলের পুরোটাই নিয়ে আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়ায়। এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
এছাড়া যারা এই মহৎ কাজে আর্থিক ও শারীরিক ভাবে সহযোগিতা করছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

ত্রাণ বিতরণের সময় ‘উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশন’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল দায়িত্বশীল প্রতিনিধি ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর