নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক সাধারণ রোহিঙ্গা নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ আগস্ট) ভোরে উখিয়ার কুতুপালং ক্যাম্প-০৪ এক্সটেনশনের বি-৬ ব্লকে এ ঘটনা ঘটে। পরে ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত রোহিঙ্গা হলো উখিয়ার ৪ নম্বর (এক্সটেনশন) রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের বাসিন্দা ইলিয়াসের পুত্র মো. ইসমাইল।
জানা যায়, শুক্রবার ভোরে একদল রোহিঙ্গা সন্ত্রাসী উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-০৪ (এক্সটেনশন) এর বি-৬ ব্লকে অবস্থান করছিল। ওই ব্লকে বসবাসকারী মোহাম্মদ ইসমাইলের বাড়ি ঢুকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।পরে আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে ক্যাম্প অভ্যন্তের থাকা জিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-