নুর মোহাম্মদ :
বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)’র মাদক বিরোধী অভিযানে ২ কেজি ক্রিস্টাল মেথ আইস,১টি বিদেশী পিস্তল, বাংলাদেশী নগদ টাকা, মায়ানমার মুদ্রা এবং ১টি মোবাইল ফোনসহ পৃথক অভিযানে এক মাদক পাচারকারীকে আটক করা হয়।
বুধবার(২১ আগস্ট) রাতে পৃথক অভিযানে এসব উদ্ধার করেন বিজিবি।
বিজিবি সুত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে দিবাগত রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)’ র অধীনস্থ দমদমিয়া বিওপি’র নৌ-টহল দল রাত ১ টার দিকে জাদিমুড়া নাফনদের কামালের জোড়া এলাকায় সন্দেহজনক একটি নৌকা ধাওয়া করে এক ব্যক্তিকে আটক পুর্বক তল্লাশী করে তার হেফাজত বাংলাদেশী নগদ ৩৯ টাকা, মিয়ানমার মুদ্রা ৪ লাখ কিয়াত এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ধৃত ব্যক্তি টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার ইমাম হোসেনের ছেলে মো.শফিক (২৫)।
একই রাতে দুইটার দিকে আরেক অভিযানে চোরাকারবারিদের ফেলে যাওয়া একটি ব্যাগ উদ্ধার পুর্বক তল্লাশী করে ২ ক্রিস্টাল মেথ আইস ও একটি বিদেশী পিস্তল পাওয়া যায়।
এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-