উখিয়ায় বসতবাড়িতে সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন!

সংবাদ বিজ্ঞপ্তি :

উখিয়া উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর উদ্যোগে স্থানীয়দের কর্মসংস্থান জোরদারকরণে উপকারভোগী পর্যায়ে উন্নত পদ্ধতিতে ৩দিনব্যাপী বসতবাড়িতে সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

২০ আগষ্ট (মঙ্গলবার) সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের জুম্মা পাড়া এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এএইচ জুনায়েদ।

এতে উদ্বোধক হিসেবে উপ-সহকারী কৃষি কর্মকর্তা এএইচ জুনায়েদ বসতবাড়ির চারপাশে একটি করে মডেল বাগান করার আহবান জানান এবং বিভিন্ন ধরনের শাক-সবজির উৎপাদন কৌশল, রোগবালাই দমন, জৈব কীটনাশকের ব্যবহার, জৈব সারের ব্যবহার প্রভৃতি বিষয় নিয়ে পর্যালোচনা করেন।

এসময় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর লাইভ লিহুড অফিসার মো. নুরুজ্জামান, ফিল্ড ফ্যাসিলিটেটর মো. মমিনুল হক, বিভিন্ন উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আরও খবর